'জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত'

 

chardike-ad

জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব দল একমত। তবে এটি তৈরিতে তাড়াহুড়ো কিংবা কালক্ষেপণ যেন না হয় সেদিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, যত সময়ই লাগুক না কেন ঘোষণাপত্রটি ভালোভাবে যেন তৈরি করা হয়। তাড়াহুড়ো যেন না করা হয়, আবার কালক্ষেপণও যেন না হয়।