হাসিনার প্রত্যর্পণের সব নথি ভারতকে পাঠিয়েছে বাংলাদেশ

 

chardike-ad

 

শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে সব ধরনের পূর্ণাঙ্গ নথি পাঠিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, প্রয়োজনে তাদের পরবর্তীতে এ বিষয়ে স্মরণ করিয়েও দেওয়া হবে।

তিনি আরও জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে প্রয়োজনীয় সব ধরনের নোট ভার্বাল পাঠানো হয়েছে।

ভারতকে স্মরণ করিয়ে দেওয়ার সময়ের বিষয়ে রফিকুল আলম বলেন, “এটি কূটনৈতিক ও রাজনৈতিক দুটি বিষয়ের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

এখনও পর্যন্ত বাংলাদেশের পাঠানো নোট ভার্বালের পরও শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বলে জানান তিনি। তিনি বলেন, “আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি।”

প্রত্যর্পণের নথির সঙ্গে জাতিসংঘের প্রতিবেদন পাঠানো হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন সারা বিশ্বই জেনে গেছে। এটা ভারতের সঙ্গে ভাগাভাগি করার কোনো প্রাসঙ্গিকতা নেই। এই প্রতিবেদন বাংলাদেশের নিজস্ব ব্যবহারের জন্য, এটা আমরা ভারতের সঙ্গে কেন শেয়ার করবো। এই প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন সংস্থা তাদের নির্দেশনা ও করণীয় ঠিক করবে।”

আর এ এই প্রতিবেদন যেকোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন |