সরকারি গাড়ি নিলামে বেচবে শ্রীলঙ্কা, বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ ১৩৫ বিলিয়ন রুপি

 

chardike-ad

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেছেন, এ বছরের মার্চ মাসে সব সরকারি বিলাসবহুল যানবাহন নিলামে তোলা হবে। বাজেট প্রস্তাবনা উপস্থাপনকালে সংসদে এ কথা বলেন তিনি।

তিনি জানিয়েছেন, স্কুলের অবকাঠামো উন্নয়নে ১ হাজার মিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হবে। দেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার উন্নয়নে ১৩৫ বিলিয়ন রুপি বরাদ্দ করা হবে। এছাড়া, মহাপোলা বৃত্তির ভাতা ৫ হাজার রুপি থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ রুপি করা হবে।

শ্রীলঙ্কার সরকার এ বছরের বাজেটে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ১৮৫ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে।

কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালে (এলআরএইচ) একটি অটিজম চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার জন্য ২০০ মিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট দিশানায়েকে আরও জানিয়েছেন, গর্ভবতী মায়েদের পুষ্টিগত সহায়তা দেওয়ার জন্য ৭ হাজার ৫০০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হবে।

তিনি বলেছেন, সংসদ সদস্যদের জন্য কোনো যানবাহনের লাইসেন্স ইস্যু করা হবে না এবং এর জন্য কোনো অর্থ ব্যয় করা হবে না।

তিনি আরো জানান, ২০২৫ সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দিশানায়েকে বলেন, ঋণ পুনর্গঠনের আওতায় ৫৭০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধের পরও ২০২৪ সালের শেষে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬.১ বিলিয়ন ডলারে রাখা সম্ভব হয়েছে।