উত্তর কোরিয়ায় শীর্ষ সামরিক সংস্থা সোমবার দেশটির সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আত্মরক্ষায় বৈধ মহড়া আখ্যায়িত করে এর প্রতি সমর্থন জানিয়েছে। উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন (এনডিসি) জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বিদ্বেষমূলকভাবে এই মহড়াকে উস্কানি হিসেবে অভিহিত করেছে। গত মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র, রকেট ও ভারী কামানের গোলা নিক্ষেপ করে।

North-South-Korea-Shutterstock-Giordano-Aitaউত্তর কোরিয়া সাম্প্রতিক মহড়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। জাতিসংঘ বিদ্যমান প্রস্তাবের অধীনে উত্তর কোরিয়ার এ ধরনের পরীক্ষা চালাতে নিষেধ করা হয়েছে। এনডিসি জানায়, সীমান্তের দক্ষিণে প্রতি বছর দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী বড় ধরনের সামরিক মহড়া চালিয়ে আসছে। এই কারণে উত্তর কোরিয়ার সাম্প্রতিক এই মহড়ার নিন্দা জানানো অবাস্তব ব্যাপার।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার বাৎসরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে এনডিসি’র মুখপাত্র জানান, ‘কোরীয় উপকূলে প্রকৃত রাজনৈতিক ও সামরিক উস্কানি ও হুমকি যুক্তরাষ্ট্রের তরফ থেকেই আসছে।’ তিনি আরো বলেন, ‘এই এলাকায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ যত বেশি বেপরোয়াভাবে বৈরী আচরণ চালাবে, তাদেরকে ততটাই জোড়ালোভাবে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।’