Search
Close this search box.
Search
Close this search box.

ইসরাইলের সংগে ভারত আন্তরিক সম্পর্ক বজায় রাখবে

ভারত ইসরাইলের সংগে আন্তরিক সম্পর্ক বজায় রাখবে। তবে ফিলিস্তিনীদের স্বার্থের প্রতি ভারতের পূর্ণ সমর্থন থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন. ইসরাইল ও ফিলিস্তিন বিষয় দেশের পররাষ্ট্র নীতিতে কোন পরিবর্তন আসবে না।

000_Del6323827-e1401198634368সোমবার রাজ্য সভায় গাজা ও পশ্চীম তীরের ফিলিস্তিনী এলাকায় নজিরবিহীন সহিংসতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত এ মাসের ১৫ তারিখে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিআরআইসিএস শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে গাজায় সংিসতার নিন্দা জানিয়েছে। সুষমা বলেন, তার মন্ত্রণালয় ১০ জুলাই এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে।

chardike-ad

তিনি আরো বলেন, ভারত ও আরব দেশগুলোর মতো মনে করে ইসরাইল ও ফিলিস্তিনীদের উচিত মিশরের শান্তি প্রস্তাব বিবেচনা করা। তিনি বলেন, ঐকমত্য ছাড়া এ ব্যাপারে কোন প্রস্তাব নেয়া যাবে না। তিনি আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর কংগ্রেস, বিজেডি, জেডি (ইউ) এবং বামদলগুলো ওয়াক আউট করে।