এপ্রিলে কোরিয়ায় ডুবে যাওয়া সেউওলহো ফেরি মালিক ইউ’র লাশ সনাক্ত করা হয়েছে। গত ১২ জুন কোরিয়া দক্ষিণ অঞ্চলের শহর সুনছনে একটি লাশ উদ্ধার করা হয়। তখন অজ্ঞাতনামা হিসেবেই লাশটিকে চিহ্নিত করা হলেও পরবর্তীতে ইউ’র সাথে মিল খুঁজে পায় পুলিশ।

tmp_551_2014072275945সুনছনের প্রধান পুলিশ কর্মকর্তা উ হিয়ং হো জানিয়েছেন লাশটি বিকৃত এবং পঁচে যাওয়ায় ডিএনএ পরীক্ষা নিরীক্ষা করতে সময় লেগছে। তিনি জানান ইউ’র ডিএনএ এবং ফিংগার প্রিন্ট দুটোই মিল পাওয়া গেছে।

chardike-ad

৭৩ বছর বয়সী সেউল ফেরীর মালিক ইউ বিয়ং উনকে পুলিশ ওয়ারেন্ট জারির পর থেকেই খুঁজছিল। পুলিশ কর্তৃপক্ষ ইউ’কে ধরিয়ে দেওয়ার জন্য ৫০০মিলিয়ন উওন পুরস্কারও ঘোষণা করেছিল।  উল্লেখ্য ১৬ এপ্রিল ৪৭৬জন যাত্রী নিয়ে জেজুর দিকে যাত্রা পথে সেউলহো ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই ছিল দানউওন হাইস্কুলের ছাত্রছাত্রী।