Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে বছরে শতাধিক সেনার আত্মহত্যা

ভারতে প্রতি বছর শতাধিক সেনাসদস্য আত্মহত্যা করছেন। হতাশার কারণেই সেনাসদস্যরা আত্মহত্যার পথ বেছে নেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাসদস্যদের হতাশা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও আত্মহত্যার সংখ্যা কমছে না বলে জানা গেছে। মঙ্গলবার ভারতের রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি এ তথ্য জানান।

IndianArmyজানা গেছে, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে হতাশার কারণে ভারতীয় সেনাবাহিনীর ৫৯৭ জন সদস্য আত্মহত্যা করেন। শুধু সশস্ত্র বাহিনীতেই ২০১০ সালে আত্মহত্যা করেছেন ১১৬ জন, ২০১১ সালে ১০৫ জন, ২০১২ সালে ৯৫ জন। গত বছর আত্মহত্যা করেছে ৮৬ সেনা।

chardike-ad

সেনাসদস্যরা যাতে মানসিক অস্থিরতা থেকে মুক্তি পায় সেজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে জীবনযাত্রার মানের উন্নতি, উন্নত কর্মপরিবেশ, আবাসন অবকাঠামোর উন্নয়ন, পারিবারিক সুবিধা বৃদ্ধি, ছুটি, মানসিক পরামর্শসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। কিন্তু দৃশ্যত কোনো পদক্ষেপই কাজে আসছে না। টাইমস অব ইন্ডিয়া।