Search
Close this search box.
Search
Close this search box.

লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ

ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধের পাশাপাশি মার্কিন নাগরিকদের লিবিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর।

chardike-ad

image_92140_0এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ জানান, ত্রিপোলিতে মার্কিন দূতাবাসে আগে থেকেই লোকবল সীমিত ছিল। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের শনিবার ভোরে তিউনিশিয়ায় পাঠিয়ে দেয়া হয়।

২০১২ সালের সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় তৎকালীন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন। সূত্র: বিবিসি