শনিবার । জুন ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ মে ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার

তিন মহাকাশ ঘাঁটি উৎক্ষেপণ করবে ইরান


তিন মহাকাশ ঘাঁটি উৎক্ষেপণ করবে ইরান

 

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী সাত্তার হাশেমি বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ (যা ২১ মার্চ, ২০২৫ থেকে শুরু হয়েছে) দেশে তিনটি সুসজ্জিত মহাকাশ ঘাঁটি উৎক্ষেপণ করা হবে।

শনিবার ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস’ উপলক্ষে বক্তৃতাকালে তিনি বলেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ চাবাহার, সালমাস এবং চেনারান স্যাটেলাইট ঘাঁটি সহ বৃহৎ প্রকল্প উৎক্ষেপণ এবং উপগ্রহ তৈরি করা শুরু হবে।

তিনি আরও জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এসব উপগ্রহ ঘাঁটি উৎক্ষেপণ করা হবে।