আগামী ছয়মাস লিবিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া।গতকাল কোরিয়ান সরকার আফ্রিকান এই দেশটি সাম্প্রতিক অবস্থার পরিপেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়। লিবিয়াতে অবস্থানরত সকল কোরিয়ান নাগরিককে লিবিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ কোন কারণ ছাড়া লিবিয়া ভ্রমণে ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
লিবিয়াতে বর্তমানে ২০টি কোরিয়ান কোম্পানী কাজ করছে যাদের বেশিরভাগই কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত। এসব কোম্পানীতে প্রায় পাঁচশ কোরিয়ান কর্মরত আছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া এর আগে ইরাক, সোমালিয়া, সিরিয়া, আফগানিস্থান এবং ইয়েমেন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।