বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার

কান উৎসবে ফিরেই ইরানি পরিচালক জাফর পানাহির স্বর্ণপাম জয়!


কান উৎসবে ফিরেই ইরানি পরিচালক জাফর পানাহির স্বর্ণপাম জয়!

বছরের পর বছর ধরে ইরানের জাফর পানাহি গোপনে সিনেমা বানিয়েছেন। ‘পাচার’ করেছেন বিদেশি উৎসবে। এবার নির্মাতা নিজেই হাজির হলেন কান চলচ্চিত্র উৎসবে, জিতলেন উৎসবের সর্বোচ্চ পুরস্কার। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয়। আজ বাংলাদেশ সময় রাত ১১টার পর ঘোষণা করা হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায়, স্বর্ণপাম জিতেছে জাফর পানাহির সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। খবর ভ্যারাইটির

রাজনৈতিক থ্রিলার ঘরানার এ ছবি দিয়ে ২২ বছর পর কান উৎসবে ফিরলেন ইরানি নির্মাতা। আর ফেরাটাও হয়ে রইল স্মরণীয়। এর আগে তাঁকে একাধিকবার জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে পানাহি সব ইরানির প্রতি আহ্বান জানান মতপার্থক্য ভুলে এক হয়ে স্বাধীনতার জন্য কাজ করতে।

জাফর পানাহি বলেন, ‘আমি বিশ্বাস করি, এখনই সময়—সব মানুষকে, সব ইরানিকে, যেখানেই থাকুন না কেন—ইরানে কিংবা প্রবাসে—একটি অনুরোধ করার। আসুন, সব মতবিরোধ, সব সমস্যা এক পাশে রেখে আমরা এক হই। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের দেশ আর আমাদের দেশের স্বাধীনতা।’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয় ১৩ মে। উৎসবের প্রধান জুরি ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার:

স্বর্ণপাম
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, জাফর পানাহি

গ্রাঁ পি
‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইয়েকিম ত্রিয়ার

সেরা পরিচালক
ক্লেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা অভিনেত্রী
নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)

সেরা অভিনেতা
ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)

ক্যামেরা দ’অর
‘দ্য প্রেসিডেন্টস কেক’, হাসান হাদি

স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য বিভাগ)
‘আই’য়্যাম গ্লাড ইউ আর ডেড নাউ’, তৌফিক বারহম

আঁ সার্তে রিগা
‘দ্য মিস্ট্রিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’