ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামকে নিয়ে আবার সিনেমা হচ্ছে বলিউডে। তাঁর জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমের শৈশবকাল থেকে রাস্ট্রপতি ভবনে পা রাখার নানা কথা আর গল্প থাকবে এই সিনেমায়।
আর এই সিনেমায় কালামের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি তারকা ধানুশ। গত বুধবার রাতে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ধানুশ প্রথম ঘোষণা করেছিলেন তাঁর আগামী ছবি ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’র কথা।
ভারতের তামিলনাড়ু রাজ্যের রামনাথস্বামী জেলার রামেশ্বরমে ১৯৩১ সালের ১৫ অক্টোবর জন্মেছিলেন এ পি জে আবদুল কালাম। ৮৩ বছর বয়সে মারা যান ২০১৫ সালের ২৭ জুলাইয়ে। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান তিনি। এই পরমাণুবিজ্ঞানী ভারতের রাস্ট্রপতি ছিলেন ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৭ সালের ২৫ জুলাই পর্যন্ত।
কালামের জীবনভিত্তিক এই সিনেমা পরিচালনা করছেন ওম রাউত। ওম রাউত এর আগে ২০২৩ সালে বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’ নির্মাণ করলেও সে ছবি সাফল্যের মুখ দেখেনি। সেই ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, প্রভাস, কৃতি শ্যানন, সানি সিং প্রমুখ তারকারা।