বুধবার । জুন ২৫, ২০২৫
স্টাফ রিপোর্টার রাজনীতি ২ জুন ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা


সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াত ইসলামীর নেতারা। সোমবার (২ জুন) দুপুর সোয়া ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

এর আগে রবিবার (১ জুন) সকালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ সুগম হয়।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির রবিবার (১ জুন) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানিয়েছিলেন— তারা মামলার শর্ট অর্ডার চেয়েছেন।

সোমবারের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ হাতে পেতে পারেন। সংক্ষিপ্ত আদেশ নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্রোচ (উপস্থাপন) করা হবে। কমিশন অতিদ্রুত জামায়াতের নিবন্ধন ও জামায়াতের প্রতীক ফিরিয়ে দেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জামায়াত সূত্রে জানা গেছে, গত এক যুগের মধ্যে ইসির সঙ্গে এটি জামায়াতের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে এসেছিল।