ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির দুই কর্মী নিহত হয়েছেন।
সংবাদ সংস্থাটি জানায়, নিহতরা হলেন নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক এবং আজিমি ছিলেন আইআরআইবির সচিবালয় শাখার একজন কর্মী।
ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়।
হামলায় আইআরআইবির অন্তত একজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিলো। এখন দুজন কর্মী নিহত হওয়ার তথ্য জানালো ইরানি সংবাদমাধ্যম।
আইআরএনএ জানায়, হামলার জেরে আইআরআইবির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে অবশ্য সম্প্রচার আবার শুরু হয়।
এই হামলার কিছুক্ষণ আগে ইরানের তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।