ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই খবর জানিয়ে বলেছে, বুধবার (১৮ জুন) খামেনির একটি বার্তা টেলিভিশনে সম্প্রচারিত হবে।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জাতির সামনে হাজির হচ্ছেন খামেনি।
এর আগে গেলো শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পরপরই সর্বশেষ খামেনিকে জনসম্মুখে দেখা গিয়েছিল।
ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে খামেনির ভাষণ নতুন কোনো দিক-নির্দেশনা দেবে।