বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৮ জুন ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
শেয়ার

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া


বেগম খালেদা জিয়া ।। ফাইল ছবি


শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যা গুলশানের বাড়ি ফিরোজা হতে রওনা দিয়ে ৭টা ৪৭ মিনিটে তিনি হাসপাতালটিকে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। গত ৬ মে ঢাকায় ফেরেন। এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।