বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ জুন ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, আহত অন্তত ৩০


ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, আহত অন্তত ৩০

ইসরায়লে ব্যাপক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সপ্তম দিনের এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। খবর আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদক জানান, ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে আঘাত হানে, এতে স্থানীয় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। যদিও হামলার লক্ষ্যবস্তু হাসপাতাল ছিলনা। পাশাপাশি তেল আবিবেও হামলা হয়।

খবরে বলা হয়, হাসপাতালের যে ক্ষতি হয়েছে তা সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত নয়, বরং বিস্ফোরণের তরঙ্গের ফলে হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হাসপাতালের পাশে অবস্থিত একটি “সংবেদনশীল” স্থাপনাই ছিল এই হামলার লক্ষ্যবস্তু।

আল জাজিরার খবরে আরও বলা হয়, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনটিও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।