শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৯ জুন ২০২৫, ২:৩০ অপরাহ্ন
শেয়ার

টানা দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশে দল পেলেন রিশাদ


Rishad-hossain

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ মেলবোর্নের এনইপি স্টুডিওতে ড্রাফটের ১৩ নম্বরে ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশ লিগে সর্বশেষ মৌসুমেও রিশাদকে কিনেছিল হোবার্ট। তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় তখন বিসিবি তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি।
এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিগ ব্যাশের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, এবারের আসরের পুরো সময়ের জন্যই নিজেকে উপলব্ধ রেখেছেন রিশাদ। টুর্নামেন্ট শুরু হবে ২০২৫ সালের ডিসেম্বরের শেষদিকে এবং শেষ হবে জানুয়ারির শেষ দিকে। সে সময় বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বিগ ব্যাশ খেলার সম্ভাবনা উজ্জ্বল।

তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলের সময়সূচি এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে রিশাদকে বিপিএল ও বিগ ব্যাশের মধ্যে একটিকে বেছে নিতে হতে পারে।

রিশাদ হলেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার, যিনি বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন। তার আগে সাকিব আল হাসান ২০১৪ ও ২০১৫ সালে দুটি দল থেকে খেলে ছিলেন—একবার বদলি হিসেবে, আরেকবার পরিবর্তন হিসেবে। তবে সরাসরি ড্রাফট থেকে দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার রিশাদই।
ড্রাফটে বাংলাদেশের মোট ১১ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। তাঁদের মধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন। হোবার্ট ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে নিয়েছে।