
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
দুই নেতার ফোনে কথা বলার পর ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, উভয়ই ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেন, যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে। খবর সিএনএন
ফোনালাপে পুতিনকে জিনপিং বলেন, যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাওয়া দরকার। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন ও জিনপিং একমত যে, এই সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। এগুলো কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সমাধান সম্ভব।
রাশিয়া সতর্ক করে দিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাত আরও তীব্র হলে বিপর্যয় ঘটবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষে বোমাবর্ষণে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।