বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: নরওয়ের প্রধানমন্ত্রী


ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: নরওয়ের প্রধানমন্ত্রী

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গ্যাহর স্টোর বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং কার্যত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পঙ্গু হিসেবে প্রমাণ করেছে। খবর আল জাজিরা।

নরওয়ের এনটিবি সংবাদ সংস্থাকে তিনি আরও বলেন, ‌এই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি দুঃখজনক যে কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই হামলাকে আত্মরক্ষার অধিকার হিসেবে দাবি করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ আন্তর্জাতিক আইন আত্মরক্ষার অধিকার দেয়, তবে এটি যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার আওতায় পড়ে কি না, তা বিতর্কিত।