শনিবার । জুলাই ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল


পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ সমাপ্তি করতে চাইছে ইসরায়েল। এজন্য ইতোমধ্যে ইরানি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যুদ্ধ সমাপ্তির এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির ও আরব অঞ্চলের একাধিক কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন তারা।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগামী কয়েক দিনের মধ্যে ইরানে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে চালানো সামরিক অভিযান শেষ করার আশা করছে। এরপরই যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হতে পারে।

আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান দ্রুত শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

এক ইসরায়েলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, হামলা বন্ধ করতে হলে তা হবে পারস্পরিক ভিত্তিতে—উভয় পক্ষকেই তা মেনে নিতে হবে।

ইসরায়েলি এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে।

চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে।

দ্বিতীয়ত, উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে। যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করে।

এদিকে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন কোন প্রতিক্রিয়া না দেখাতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপের নেতারা।