বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ জুন ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শেয়ার

খামেনিকে নিয়ে ট্রাম্পের ‌‘অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য’ মন্তব্যের নিন্দা ইরানের


খামেনিকে নিয়ে ট্রাম্পের ‌‘অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য’ মন্তব্যের নিন্দা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য’ মন্তব্যের তীব্র নিন্দা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘কুৎসিত এবং অপমানজনক মৃত্যু’ থেকে রক্ষা করার দাবি করার পর ইরান এ নিন্দা জানায়।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির অকৃতজ্ঞতার অভিযোগ এনে ইরানি নেতাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন বলে মন্তব্য পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ নিন্দা জানায়। খবর এএফপি’র।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে আরাঘচি লিখেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির ব্যাপারে সৎ হন, তাহলে তার উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকা এবং তার কোটি সমর্থককে আঘাত করা বন্ধ করা। কারণ ইরানি জনগণ, এমন হুমকি এবং অপমানকে ভালোভাবে গ্রহণ করবেন না।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘আমি তাকে (খামেনি) অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি এবং এ জন্য তাকে বলতে হবে না যে মি. প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ।