কোরিয়ার দক্ষিণ ছুংছং প্রদেশের গংজুতে একটি ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চাপা পড়ে ১০ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

খবরে প্রকাশ, কিম নামের একজন ভদ্রমহিলা একটি এসএম৭ মডেলের সেডান গাড়ি নিয়ে ইন্সটিটিউট ভবনের সামনের পায়ে চলা পথে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই জায়গাটিতে একটি বাইবেল সভা চলছিল। চালকের দাবী তিনি গাড়িটি পার্ক করার সময় সেটা নিয়ন্ত্রণ হারায়। তাঁর ভাষায় ‘পাগল হয়ে যাওয়া’ গাড়িটিকে থামানোর আপ্রাণ চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। পুলিশের ভাষ্যমতে এরপর গাড়িটি বাইবেল সভায় সমবেত জনতার উপর দিয়ে প্রায় কুড়ি মিটার দূরত্ব অতিক্রম করে।
এ ঘটনায় বেশ ক’জন শিশুও আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।