Search
Close this search box.
Search
Close this search box.

নতুন নকশার স্মার্টফোন আনল স্যামসাং

গ্যালাক্সি আলফা নামের নতুন স্মার্টফোনের উদ্বোধন করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। ধাতব কাঠামোর এ স্মার্টফোনটির নকশা অনেকটা নতুন বলে দাবি করে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

নতুন স্মার্টফোনটির পর্দার আকার ৪ দশমিক ৭ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি ৬ দশমিক ৭ মিলিমিটার পুরু। এর ওজন মাত্র ১১৪ গ্রাম। নতুন স্মার্টফোনটির আকার গ্যালাক্সি এসফাইভের চেয়েও ছোট। মূলত ধাতব কাঠামোর মাধ্যমে স্মার্টফোনটিতে নতুনত্ব আনার চেষ্টা করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

chardike-ad

20_02_pictureস্যামসাংয়ের আগে এইচটিসি, হুয়াউই, অ্যাপল ও সনির মতো প্রতিষ্ঠান ধাতব কাঠামোর স্মার্টফোন বাজারে এনেছে। মোবাইল ডিভাইস উত্পাদন ও সরবরাহে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানটি এখন তাদের অবস্থান শক্ত করার বিষয়ে আগের তুলনায় অধিক সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

কারণ তারা এরই মধ্যে চীনে জিয়াওমির কাছে তাদের শীর্ষস্থান হারিয়েছে। এছাড়া মোবাইল ডিভাইস খাত থেকে প্রতিষ্ঠানটির আয়ও কমতির দিকে। এ পরিস্থিতিতে নতুন ডিভাইসগুলো প্রতিষ্ঠানটির অবস্থান শক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।