বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ জুলাই ২০২৫, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

বিএনপিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপিকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে হেয়প্রতিপন্ন্য করবার, বিএনপিকে উড়িয়ে দেবার জন্য। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না।’

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলে ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সবচেয়ে মারাত্মক যেটা হয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে। উনার নাম ধরে, উনাকে নিয়ে কথা বলা হয়েছে, যেটা খুবই অ্যালার্মিং।’

তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সে চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়া। এটা কিন্তু মনে রাখতে হবে।

দলের তরুণ কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “সাইবার জগতে বিএনপির বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে, তার জবাব দিতে তরুণদের দ্রুত এগিয়ে আসতে হবে। এখন অনুমতির অপেক্ষা করলে চলবে না। সাইবার আক্রমণের জবাব প্রযুক্তি আর তথ্য দিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা মারাত্মক সাইবার অ্যাটাকের শিকার হয়েছি। কিন্তু বিএনপি কখনোই তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো দল নয়। অতীতে বহুবার ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। এ দল দেশের মানুষের আস্থার প্রতীক, লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি একটি শক্তি।”

সাইবার ও প্রচার বিভাগে কাজ করা নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “তোমরা যারা ইতোমধ্যে কাজ করছো, আরও মানুষকে সঙ্গে নাও। আমাদের একটি বড় দুর্বলতা হলো, আমরা পড়ি না। অথচ পড়াশোনার বিকল্প নেই। ওরা (বিরোধীরা) কোথা থেকে, কীভাবে আক্রমণ করছে, তা বুঝতে হলে জ্ঞানচর্চা বাড়াতে হবে। শুধু আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে যুক্তির লড়াই করতে হবে।”