
সিরিজে ১-১ সমতা বিরাজ করায় কলম্বোতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক পাথুম নিশাঙ্কা। ফলে বাংলাদেশকে আগে বোলিং করতে হচ্ছে।
বাংলাদেশ একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান, আর মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে খেলছেন তানজিম হাসান।
সিরিজের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে বাংলাদেশ ৭ উইকেটে পরাজিত হয়। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টাইগাররা ৮৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।







































