Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ

ক্যালিফোর্নিযার গভর্নর জেরি ব্রাউন বৃহস্পতিবার রাতে জানিয়েছে, তিনি একবার ব্যবহারযোগ্য প্ল্যাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করবেন। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন পশ্চিমা রাজ্যে এগুলো নিষিদ্ধ হতে যাচ্ছে।

polyআইন প্রণেতারা গত শুক্রবার রাতে বিলটি পাশ করেন। বিলটিকে আইনে পরিণত করতে এখন শুধুমাত্র ব্রাউনের স্বাক্ষরের প্রয়োজন। সেপ্টেম্বরের শেষ নাগাদ সরকারকে অবশ্যই তা করতে হবে। খবর এএফপি’র। রিপাবলিকান নির্বাচনী প্রতিপক্ষ নীল কাশকারির সঙ্গে টেলিভিশনে এক বিতর্ক চলাকালে প্রবীণ ডেমোক্রেটিক রাজনীতিক ব্রাউন বলেন, ‘হ্যাঁ, আমি সম্ভবত এতে স্বাক্ষর করতে যাচ্ছি।’

chardike-ad

নীল জনমত জরিপ পিছিয়ে রয়েছেন। লস অ্যাঞ্জেলেস টাইমস ও অন্যান্য গণমাধ্যমের বরাত দিয়ে ব্রাউন আরো বলেন, ‘আমি আপনাদের বলছি কেন আমি বিলটিতে স্বাক্ষর করতে যাচ্ছি: প্রায় ৫০টি নগরী নিজেরা প্ল্যাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে এবং এতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে আপস করা হয়েছে। পরিবেশ, অর্থনীতির প্রয়োজন এবং মুদিদের চাহিদার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।’

ক্যালিফোর্নিয়ার আইনের আওতায় ১ জুলাই ২০১৫ সাল থেকে মুদি ও ওষুধের দোকানে একবার ব্যবহারযোগ্য প্ল্যাস্টিক ব্যাগ আর দেখা যাবে না । এরপর ২০১৬ সালের ১ জুলাই থেকে মদসহ অন্যান্য দোকান এ ধরনের ব্যাগ ব্যবহার করবে না।