বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ অগাস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

কলকাতায় অফিস খুলে ষড়যন্ত্র চালাচ্ছেন হাসিনা: রিজভী


দেশজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, ‘জুলাই অভ্যুত্থানে’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রিজভী। এ সময় তিনি বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। কিন্তু দেশ ছাড়লেও তার ষড়যন্ত্র থেমে নেই। বিবিসির খবরে এসেছে, কলকাতায় অফিস খুলে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে মরিয়া।”

রিজভী আরও বলেন, “বাংলা ভাষাভাষী মুসলিমদের ভারত পুশ-ইন করছে, অথচ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তাহলে কেন তাকে পুশব্যাক করা হচ্ছে না?”

তিনি দাবি করেন, শেখ হাসিনা এখন পার্শ্ববর্তী দেশে বসে প্রতিনিয়ত উল্টোপাল্টা মন্তব্য করে যাচ্ছেন এবং দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, নানা নির্যাতন, হামলা-মামলা সহ্য করেও বিএনপির কেউ দেশ ছাড়েনি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন কলকাতা থেকে মাস্টারমাইন্ড হয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আছেন।

শেষে রিজভী বলেন, গত বছরের দুর্গাপূজায়ও ষড়যন্ত্র হয়েছিল। বিএনপি-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। এবারও আমরা প্রস্তুত।