বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ অগাস্ট ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে: জাপা


নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তার মতে, এখনো দেশে নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে ওঠেনি। তবে সরকার সদিচ্ছা দেখালে এবং প্রয়োজনীয় সক্ষমতা প্রদর্শন করলে আগামী ছয় মাসেই গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, বর্তমানে দেশে কোনো ধরনের নির্বাচনী পরিবেশ নেই। বরং দেখা যাচ্ছে, রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণও দুর্বল হয়ে পড়েছে। নির্বাচন কমিশন এমনকি অনিবন্ধিত দলের সঙ্গেও বৈঠক করছে, অথচ নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টিকে উপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বহিষ্কৃত কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে মিটিং করছেন এবং কাউন্সিল ডাকার চেষ্টা করছেন, যা সম্পূর্ণ অবৈধ। “এসব কর্মকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, জাতীয় পার্টি ছিল ‘জুলাই আন্দোলনের’ পক্ষে। দলটি জনগণের অধিকার ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

সবশেষে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই। আর সব দলকে নিয়েই সেই নির্বাচনের পথ খুঁজে বের করতে হবে।”