Search
Close this search box.
Search
Close this search box.

রিয়াল মাদ্রিদ চায় নি ডি মারিয়া বিশ্বকাপ ফাইনাল খেলুক!

রিয়াল মাদ্রিদ ত্যাগের পর থেকে একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়া। সে ধারাবাহিকতায় এবার পুরোনো ক্লাবের বিরুদ্ধে বেশ গুরুতর এক অভিযোগই আনলেন সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এই উইঙ্গার। রেডিও অ্যামেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া দাবী করেছেন, গত বিশ্বকাপ ফাইনালে না খেলার অনুরোধ সম্বলিত একটি চিঠি মাদ্রিদ থেকে তাঁর কাছে এসেছিল।

Angel-di-Maria-Argentina-World-Cup

chardike-ad

মারিয়ার ভাষায়, “ফাইনালের দিন সকাল ১১টা নাগাদ মাদ্রিদ থেকে আমার কাছে একটি চিঠি এসে পৌঁছায়। সেখানে ওই ম্যাচটি খেললে আমি আবারও ইঞ্জুরিতে আক্রান্ত হতে পারি বলে আশংকা প্রকাশ করে আমাকে না খেলার অনুরোধ জানানো হয়েছিল।” চিঠি পেয়ে কি করেছিলেন মারিয়া? “আমি সেটা সাথে সাথেই ছিঁড়ে ফেলি। বিন্দুমাত্র গুরুত্ব দেয়ারও প্রয়োজন মনে করি নি।”

তবে মারিয়া যে খেললেন না ফাইনাল? সেটার ব্যাখ্যাও দিলেন আর্জেন্টাইন প্লে মেকার, “সিদ্ধান্তটা সাবেলার (কোচ) ছিল এবং সেটা দলের ভালোর জন্যই। আমিও চাই নি পাঁচ মিনিট খেলে দশ জনের দল রেখে মাঠ ছাড়তে।”