
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় রয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ–মাহফিলে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন গয়েশ্বর রায়। তিনি আরও বলেন, যত রক্ত ঝরুক, এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র অব্যাহত আছে। কারও পাতানো ফাঁদে পা দিয়ে গণতন্ত্র ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অতীতে নানা পরিস্থিতির কারণে খালেদা জিয়ার জন্মদিন পালন করা সম্ভব হয়নি। দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া জাতির অভিভাবক হয়ে উঠেছেন এবং এখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন।






































