বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ অগাস্ট ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
শেয়ার

মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি


mahin sarkar

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সোমবার (১৮ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।

বহিষ্কার আদেশ অনতিবিলম্বে কার্যকর হওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।