Search
Close this search box.
Search
Close this search box.

১৬ বাংলদেশীসহ অর্ধশতাধিক বিদেশীকে কোরিয়া থেকে বহিষ্কার

আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে গত পাঁচ বছরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীসহ অন্তত ৫৬ জন বিদেশী নাগরিককে কোরিয়া থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)-এর বরাত দিয়ে ক্ষমতাসীন স্যানুরি পার্টির একজন সাংসদ সম্প্রতি এ তথ্য জানান। ২০০৯ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত ৯টি ভিন্ন দেশের ওইসব নাগরিকের বিরুদ্ধে আল-কায়েদা, হিজবুল্লাহসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তাদেরকে বের করে দেয়া হয়।

nis-logo-south-korean-intelligence-service-logo-300x200বহিষ্কৃতদের মধ্যে সর্বোচ্চ ১৬ জন বাংলাদেশী; বাকিরা পাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের নাগরিক। এনআইএসকে উদ্ধৃত করে ওই সাংসদ আরও জানান একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত অন্তত ৩৩ জন পলাতক জঙ্গি কোরিয়া ঘুরে গেছেন। এদের কেউ কেউ একাধিকবার কোরিয়া সফর করেছেন এবং এখনও কোরিয়ায় রয়েছেন কিনা সে ব্যাপারে এনআইএস নিশ্চিত নয়।  এই তালিকায়ও সর্বাধিক ১২ জন বাংলাদেশের নাগরিক। তবে সিউলের বাংলাদেশ দূতাবাস বলছে এ ব্যাপারে এনআইএস আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিছু জানায় নি।

chardike-ad

এদিকে গত পাঁচ বছরে কোরিয়াতে ৫, ৫৭৪ জন বিদেশী বিভিন্ন সংঘবদ্ধ অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।