বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

কোরিয়া ঘুরে ইনছনে ফিরেছে এশিয়াডের মশাল


৩৬ দিনের সফরে দক্ষিণ কোরিয়ার ১৭টি শহর প্রদক্ষিণ করে ইনছন এশিয়াডের মশাল বুধবার আয়োজক শহরে ফিরে এসেছে। তবে মূল ভেন্যুর পথে এর ৬ হাজার কিলোমিটার যাত্রাপথের বাকিটুকু অতিক্রম করতে আগামী দু’ দিন মশালটি ইয়নসু ও নামদং জেলায় অবস্থান করবে।

incheon_asiad_torch

ইনছন ও নয়াদিল্লীর মশালের যৌথ প্রজ্বলন

এর আগে গত মাসে এশিয়ান গেমসের প্রথম আয়োজক শহর নয়াদিল্লী (১৯৫১) থেকে যাত্রা শুরু করা মশালটি ১৩ আগস্ট ইনছনের মশালের সাথে যুক্ত হয়ে কোরিয়া ভ্রমণে বের হয়।