Search
Close this search box.
Search
Close this search box.

নক-আউটে কোরিয়ার পুরুষ ও প্রমীলা দল

South-Korean-Flagএশিয়ান গেমস ফুটবলের পুরুষ ও মহিলা উভয় বিভাগে টানা দ্বিতীয় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার অনুষ্ঠিত পুরুষ ফুটবলের খেলায় সৌদি আরবকে ১-০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলয় জায়গা পাকা করেছেন কিম দে সংরা। ওদিকে ভারতকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোরিয়ান প্রমীলা দলও।

আত্মঘাতী গোলে জয় পুরুষ দলের

chardike-ad

আনসান ওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ম্যাচে ইঞ্জুরিতে জর্জরিত স্বাগতিক দল ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়টি পায় আত্মঘাতী গোলে। খেলার মাত্র বারো মিনিটের মাথায় বাঁ উইং থেকে সতীর্থ ফরোয়ার্ডের উদ্দেশ্যে উইঙ্গার কিম দে সংয়ের ক্রস সৌদি ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ালে ব্যবধান গড়ে দক্ষিণ কোরিয়া। আগে-পরে একাধিক সুযোগ তৈরি হলেও বাকি সময়ে আর কোন গোলের দেখা মেলে নি। খেলার চৌদ্দ ও সাতাশ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়দের বাজে ট্যাকলিংয়ের শিকার হয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ কোরিয়ার দুই ফরোয়ার্ড কিম শিন উক ও ইয়ন ইল লক।

এ জয়ের ফলে লাওসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হাতে রেখেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার।

গোলবন্যার প্রমীলা ফুটবল

নিজেদের প্রথম ম্যাচে দ. কোরিয়া প্রমীলা ফুটবল দল থাইল্যান্ডের বিপক্ষে করেছিল ৫ গোল। মালদ্বীপের জালে ভারতীয় নারীরা বল জড়িয়েছিলেন ১৫ বার! দ্বিতীয় ম্যাচে সেই বিধ্বংসী ভারত ১০-০ গোলে বিধ্বস্ত হল স্বাগতিকদের কাছে। নামদং রাগবি মাঠে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ কোরিয়ার পক্ষে ইয়ু ইয়ং এ চারটি ও জিয়ন গা ইয়ুল তিনটি গোল করেন।

টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কোরিয়ান প্রমীলারা রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বেন মালদ্বীপের বিপক্ষে।