চলতি বছরে দঃ কোরিয়ার ইনফরমেশন টেকনোলজি (আইটি) রপ্তানিখাত আরও ৩.১ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে যা প্রায় ১৫৮বিলিয়ন ডলারের সমমূল্য হবে বলে জানিয়েছেন কোরিয়া ইলেকট্রনিকস এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান  জন সাং হুন।

তিনি আরও জানিয়েছেন যে, চলতি বছরে দঃ কোরিয়ার আইটি ইন্ডাস্ট্রির মোট উৎপাদন আরও ২.৬ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে যা প্রায় ৩৩০ ট্রিলিয়ন ওঅনের (২৮৫বিলিয়ন ডলারের) সমমান। তিনি বলেন, ২০১২ সালে এই ইন্ড্রাস্টির মোট উৎপাদনের ৪.৪ সতাংশ বেড়ে যাবে যা প্রায় ৩৪৫ ট্রিলিয়ন ঊঅন এবং এর রপ্তানি বেড়ে গিয়ে দাঁড়াবে ৬.৪ পার্সেন্ট যা প্রায় ১৬৮.৮ বিলিয়ন ডলার। পক্ষান্তরে, তিনি ইউরোপ এবং আমেরিকার অর্থনৈতিক অবস্থা নিন্মগতির কারণে গ্লোবাল আইটি মার্কেটের উৎপাদন সম্ভাবনা এ বছরেরে চেয়ে ২০১২ সালে আরও ৫ পার্সেন্ট কমে যাবে বলে আশংকা প্রকাশ করেন।

chardike-ad

কোরিয়া তাদের উৎপাদন এবং রপ্তানি ক্রমান্বয়ে বাড়িয়েই যাচ্ছে তাদের নতুন উন্নয়নশীল দেশগুলোর মার্কেটকে নিয়ে এবং পাশাপাশি স্মার্ট ডিভাইসের জনপ্রিয়তার জন্য নিজ দেশেও তাদের উৎপাদন বাড়ছে। উল্লেখ্য; কিছুদিন আগে কোরিয়ায় অনুষ্টিত হয়ে গেল ২০১১ স্মার্ট কোরিয়া কনফারেন্স আইটি শো, যেখানে প্রায় ১২টি দেশ থেকে ৮৫০টি আইটি কোম্পানি অংশগ্রহনের মাধ্যমে তাদের লেটেস্ট প্রোডাক্টস ও সার্ভিসের পরিচিতি করেছেন।