প্রথমার্ধ কোন গোল ছাড়াই শেষ হয়েছে। আজ জিতলেই কেবল দ্বিতীয় রাউন্ডে যাবে বাংলাদেশ। জেতার ব্যাপারে আশাবাদী মামুনুলদের বাংলাদেশ দল।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে জিতলেও পরের ম্যাচে উজবিকস্তানের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। এ কারণে দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটা কঠিন হয়ে যায়। এই ম্যাচে না জিতলে দেশে ফিরতে হবে বাংলাদেশ দলকে।
গ্রুপে ৪ পয়েন্টে নিয়ে সবার ওপরে আছে উজবিকস্তান। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় হংকং আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৩।