
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা
আজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ‘স্ত্রীর প্রশংসা করার দিন’। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার এই দিনটি পালিত হয়।
এই দিনটির উদ্দেশ্য হলো স্ত্রীদের দৈনন্দিন পরিশ্রম, ভালোবাসা ও অবদানকে স্বীকৃতি জানানো। পরিবার ও সমাজে নারীর অবদান অনেক সময় স্বাভাবিক বলে ধরা হয়, কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম ও যত্নের মূল্যায়ন প্রাপ্য মর্যাদা পায় না। এ কারণেই দিনটি স্ত্রীকে ধন্যবাদ জানানোর, প্রশংসা করার ও সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বিশেষ সুযোগ তৈরি করে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সঙ্গীর প্রশংসা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে, মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। ছোট ছোট প্রশংসার বাক্য যেমন— “ধন্যবাদ”, “তুমি অনেক ভালো কাজ করো”, “তুমি আমার জীবনের সেরা সঙ্গী”—সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে।
বাংলাদেশেও এ ধরনের সচেতনতা বিশেষভাবে প্রাসঙ্গিক। এখানে নারীরা ঘর ও বাইরে সমানতালে কাজ করলেও অনেক সময় তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না। বিশেষজ্ঞদের মতে, স্ত্রীর প্রশংসা শুধু সম্পর্ককে নয়, পরিবার ও সমাজে পারস্পরিক সম্মান ও সমতার সংস্কৃতি গড়তে সাহায্য করতে পারে।
তবে শুধু একটি দিন নয়, বছরের প্রতিদিনই স্ত্রীকে সম্মান ও প্রশংসা জানানো উচিত।





































