বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

জাতিসংঘে স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন তাসনিম জারা


Tasnim-Zara

জাতিসংঘে স্বাস্থ্যসেবা বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়- সরকারি প্রোগ্রামে কেন একা তাসনিম জারাই যোগ দিলেন?

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি। তাসনিম জারা জানান, প্রোগ্রামটি সরকারি ছিল না; বরং অবসর সময়ে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছিলেন।

তিনি লিখেছেন, “প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আইএনজিও ও থিংকট্যাঙ্ক নানা সাইড ইভেন্ট আয়োজন করে। গতকাল সরকার আমাদের তিনটি অফিসিয়াল প্রোগ্রামের শিডিউল দিয়েছিল। মাঝের অবসর সময়টিকে কার্যকরভাবে কাজে লাগাতেই আমি এই সেশনে যোগ দিই।”

তাসনিম জারা বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মেডিক্যাল ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডট্রনিক ল্যাবস এবং ব্র্যাক বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে আলোচনার আয়োজন করেছিল। যেহেতু তিনি আগে নিজস্ব কোম্পানি সহায় হেলথ- এর মাধ্যমে মেডট্রনিক ও ব্র্যাকের সঙ্গে কাজ করেছেন, তাই ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে আমন্ত্রণ নিয়ে সেখানে যোগ দেন।

তিনি আরও উল্লেখ করেন, “সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি। তাই দেখবেন, সরকারি প্রতিনিধিরা এক পাশে বসেছিলেন, আর আমাকে আলাদা জায়গা দেওয়া হয়েছিল।”

এনসিপি নেত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সেশনে তিনি কোনো প্রাইমারি হেলথ কেয়ারের ব্লুপ্রিন্ট দেননি। বরং আলোচনার মূল বিষয় প্রযুক্তি ও মেডিক্যাল ডিভাইস হওয়ায় তিনি কেবল সেই প্রসঙ্গে মতামত দেন।

তাসনিম জারা জানান, এটি একমাত্র অনুষ্ঠান নয়; প্রতিদিনই তিনি অবসর সময়ে নানা সাইড ইভেন্টে অংশ নিচ্ছেন। অন্য নেতারাও নিজেদের মতো করে সময় কাজে লাগাচ্ছেন।