মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৮ অক্টোবর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক


bd-afgan
টি-টোয়েন্টি সিরিজের পর আজ বুধবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে প্রথম ওয়ানডের টস হয়েছে।

টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো ডানহাতি ব্যাটার সাইফ হাসানের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের ১৫৩তম ওয়ানডে ক্যাপধারী। এর আগে এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের সুবাদে নজরে আসেন সাইফ। অবশেষে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ পেলেন একাদশে।

ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে দুই উইকেটে ৫২ রান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোট, এ এম গানজাফর ও বশির আহমাদ।