বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৪:২৬ অপরাহ্ন
শেয়ার

কাল শুরু বিদেশী শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার


JOB FAIRআগামীকাল থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘জব ফেয়ার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ২০১৪’। সিউলের কয়েক্স এ প্রতিদিন সকাল ১০টায় জব ফেয়ার শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে। কোরিয়ায় অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের চাকরি সুযোগ দিতে কটরা প্রতিবছর এই ফেয়ারের আয়োজন করে থাকে।

আগ্রহী ছাত্রছাত্রীদের ফেয়ারের জন্য ১০কপি সিভি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে যেতে পরামর্শ দিয়েছে আয়োজকরা। কোয়েক্সের তৃতীয় তলার সি-৪ (COEX- 3th floor C4) এ এই ফেয়ার অনুষ্ঠিত হবে।

যেভাবে যাবেন- সিউল সাবওয়ে’র ২ নাম্বার লাইনের সামসং স্টেশন (2호선-삼성역) এ নেমে সরাসরি কোয়েক্সে যাওয়ার এক্সিট দিয়ে গেলেই হবে।