বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ অক্টোবর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার

ইতালিতে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা


italy

ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ, অর্থাৎ, অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি

ইউরোপের দেশ ইতালিতে দ্রুত বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা। দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশই এখন বিদেশি, আর শিক্ষার্থীদের মধ্যে এই হার ১১ দশমিক ৫ শতাংশ। সম্প্রতি প্রকাশিত কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশনের ৩৪তম অভিবাসন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ—অর্থাৎ অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি নাগরিক। দেশটিতে রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন ও চীন প্রধান উৎস দেশ হিসেবে চিহ্নিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের উপস্থিতি দ্রুত বেড়েছে। মাত্র দুই বছরে বাংলাদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতালির অর্ধেকেরও বেশি প্রদেশে নতুন ইস্যু করা বসবাসের অনুমতিপত্রে বাংলাদেশিরা এখন শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে।

প্রতিবেদন বলছে, বিদেশিরা মূলত ইতালির মধ্য ও উত্তরাঞ্চলে বসবাস করছেন। তবে অনিয়মিত অভিবাসীদের অবস্থান সারা দেশে ছড়িয়ে আছে, বিশেষ করে দক্ষিণ ইতালির গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চলেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

কারিতাস ও মিগ্রান্তেসের যৌথ সমীক্ষায় দেখা গেছে, ইতালিতে তীব্র আবাসন সংকট বিদেশি নাগরিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবাসন বৈষম্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের সমাজে পিছিয়ে দিচ্ছে।

২০২৪ সালে দেশটিতে জন্ম নেওয়া মোট শিশুদের মধ্যে ২১ শতাংশের বেশি নবজাতকের অন্তত একজন অভিভাবক বিদেশি। গবেষকরা বলছেন, এই তথ্য প্রমাণ করে ইতালির জনসংখ্যার পুনর্গঠনে অভিবাসী পরিবারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই বছরে দুই লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ ইতালির নাগরিকত্ব পেয়েছেন—যা জনসংখ্যাগত পরিবর্তনে বড় ভূমিকা রাখছে।

এছাড়া ইতালিতে বর্তমানে প্রায় ২৫ লাখ বিদেশি কর্মী কাজ করছেন, যা মোট শ্রমশক্তির ১০ দশমিক ৫ শতাংশ। গত বছরে বিদেশিদের কর্মসংস্থান বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বিদেশিদের কর্মসংস্থান সবচেয়ে বেশি, যেখানে তারা মোট শ্রমশক্তির ২১ শতাংশ।

শিক্ষাক্ষেত্রেও বিদেশিদের উপস্থিতি বাড়ছে। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে নয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থী ছিল ইতালির বিভিন্ন প্রতিষ্ঠানে, যা মোট শিক্ষার্থীর ১১ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে অনেকেই ইতালিতে জন্মেছেন ও সেখানেই বড় হচ্ছেন, যদিও নাগরিকত্ব এখনো পাননি।

বিশ্লেষকরা বলছেন, এই ক্রমবর্ধমান অভিবাসনই ইতালির সমাজ, অর্থনীতি ও জনসংখ্যার ভবিষ্যৎ কাঠামোকে নতুনভাবে গড়ে তুলছে।