
হাসান ইবনে আব্দুল্লাহ ‘নুরুল আরফিন’ নামে ইন্দোনেশিয়ার নাগরিক সেজে বাংকা রিজেন্সিতে বসবাস করছিলেন।
দীর্ঘ ১৩ বছর ধরে ইন্দোনেশিয়ার নাগরিক সেজে বসবাস করছিলেন হাসান ইবনে আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি। অবশেষে তার ভুয়া পরিচয় ফাঁস হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ তাকে আটক করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, হাসান ইবনে আব্দুল্লাহ ‘নুরুল আরফিন’ নামে ইন্দোনেশিয়ার নাগরিক সেজে বাংকা রিজেন্সিতে বসবাস করছিলেন। বুধবার (২৯ অক্টোবর) পাংকালপিনাং ক্লাস–১ ইমিগ্রেশন বিভাগের প্রধান ক্রিজ প্রাতামা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যখন ইন্দোনেশিয়ান পাসপোর্টের জন্য আবেদন করেন, তখনই কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তদন্তে দেখা যায়, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক, যিনি ভুয়া নাম ও পরিচয়ে দীর্ঘদিন দেশটিতে বসবাস করছিলেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, তিনি গত ১৩ বছর ধরে ইন্দোনেশিয়ার বাংকা রিজেন্সিতে ছিলেন। এর আগে ২০০২ সাল থেকে লামপুং এলাকায়ও বসবাস করেছেন এবং ধারণা করা হচ্ছে, সেখানে তার পরিবারও ছিল।
জিজ্ঞাসাবাদে হাসান ইবনে আব্দুল্লাহ স্বীকার করেছেন যে, তিনি তার মায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাংলাদেশে ফিরে যেতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি নতুন করে ইন্দোনেশিয়ান পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন।
বর্তমানে তিনি তুয়া টুনু পাংকালপিনাং ক্লাস–১ জেলে আটক রয়েছেন এবং আদালতের রায়ের অপেক্ষায় আছেন। ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, শাস্তির মেয়াদ শেষ হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।











































