Search
Close this search box.
Search
Close this search box.

আলোচনায় বসবে দুই কোরিয়া

south_and_north_korea_relationচিরপ্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার শীর্ষস্থানীয় নেতারা আনুষ্ঠানিক আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সফররত উত্তর কোরিয়ার নেতারা এ সম্মতির কথা জানিয়েছেন। গত পাঁচ বছরে প্রতিদ্বন্দ্বী দুদেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই প্রথমবার মুখোমুখি হচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর নিশ্চিত করেছে। শনিবার এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে উত্তর কোরিয়ায় যায় দক্ষিণ কোরিয়া। ইনচেনে গেমসের ১৭তম আসরে উত্তর কোরিয়ায় দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হুয়াং পিয়ং-সো দক্ষিণ কোরিয়ার রিইউনিফিকেশন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

chardike-ad

বৈঠকের অনুষ্ঠেয় সংলাপের বাইরে আর কোনো তথ্য জানা যায়নি। অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুতে দুদেশের মধ্যে সংলাপ শুরু হতে পারে, যেটি গত ফেব্রুয়ারিতে উদ্যোগের পর বাতিল করা হয়েছিল।