শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ অক্টোবর ২০১৪, ২:৩৬ অপরাহ্ন
শেয়ার

মুসলিম বিশ্বকে ওবামার ঈদের শুভেচ্ছা


US president Barack Obamaবিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঈদুল আজহা ও হজের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা । শনিবার এক বিবৃতিতে  ওবামা এ শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করেছেন।

 

ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের মুসলমানরাও আমাদের বন্ধু ও প্রতিবেশীদের মতো ঈদুল আজহা উদযাপন করছেন। মার্কিন জনগণের পক্ষ থেকে মুসলমানদের প্রতি উষ্ণ অভিনন্দন রইল।’

 

মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঈদে মুসলমানরা একে অপরের খোঁজখবর নেবেন এবং ধনীরা গরিবদের সহযোগিতা করবেন। অনুভূতি ভাগাভাগির ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ।’

 

হজ শিয়া কিংবা সুন্নিতে বিভক্ত বিশ্বের মুসলমানদের  কাছাকাছি আসতে সাহায্য করে উল্লেখ করে ওবামা বলেন, ‘মানবতার দৃষ্টিকোণ থেকে জাতি বা সম্প্রদায়, ধর্ম বা বর্ণ এবং লিঙ্গ কিংবা বয়স সবার অধিকারই যে সমান, হজ সে কথাই স্মরণ করিয়ে দেয়।’

 

আরব রাষ্ট্রগুলোর পাশাপাশি শনিবার যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা পালিত হয়। বাংলাদেশে সোমবার ঈদুল আজহা পালিত হবে।

 

সূত্র : ওয়াশিংটন পোস্ট