Search
Close this search box.
Search
Close this search box.

আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

download (5)আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মুসলমান উদযাপন করছেন এ ধর্মীয় উৎসব। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন নগরীর লাখ লাখ মানুষ শেকড়ের টানে এরই মধ্যে ফিরে গেছেন শৈশবের চেনা জনপদ গ্রাম-গঞ্জে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

chardike-ad

বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হবে। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করবেন। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।

গত শনিবার দক্ষিণ কোরিয়ায় ঈদুল আজহা পালিত হলেও দক্ষিণ কোরিয়া প্রবাসীরা আজ ফোনে পরিবার পরিজনের সাথে ঈদের কুশল বিনিময় করবেন।