SOUTH KOREA NORTHউত্তর এবং দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনীর টহল জাহাজগুলোর মধ্যে আজ (মঙ্গলবার) গুলি বিনিময় হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইওনপিয়োং দ্বীপের কাছে বিতর্কিত সাগর সীমায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯.৫০ মিনিটে গুলি বিনিময়ের ঘটনা শুরু হলেও তা খুবই অল্প সময় ধরে চলেছে ।

তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার টহল জাহাজ বিতর্কিত সাগর সীমায় ঢুকে গুলি চালালে দক্ষিণ কোরিয়া এর পাল্টা জবাব দেয়। তবে গুলি বিনিময়ের ঘটনায় কোনোও ক্ষয়ক্ষতি হয় নি বলে উল্লেখ করেন তিনি।

chardike-ad

এর আগেও এ এলাকায় সংঘর্ষ হয়েছে। ১৯৯৯, ২০০২ এবং ২০০৯ সালে এ এলাকায় সংঘর্ষে দু’দেশের অনেক নাবিক মারা গেছে।  ১৯৫০-৫৩ সালে কোরিয় যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী নর্দান লিমিট লাইন হিসেবে পরিচিত এ এলাকার সাগর সীমানা চিহ্নিত করেছে। কিন্তু  এক তরফা ভাবে চাপিয়ে দেয়া এ সাগর সীমানা কখনোই মেনে নেয় নি পিয়ংইয়ং।