সোমবার । জুলাই ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ অক্টোবর ২০১৪, ১:৪৯ অপরাহ্ন
শেয়ার

আইএস ইস্যুতে তুরস্কে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯


turkeyসিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখলে রাখা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তুরস্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

এ বিক্ষোভে সরকারি বাহিনীর টিয়ারশেল ও রাবার বুলেটে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন এবং শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রোসেফ তাইয়েপ এরদোগান সতর্ক করে মঙ্গলবার বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত গুরুত্বপূর্ণ শহর কোবানি আইএস যোদ্ধাদের হাতে চলে গেছে। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী সেখানে ব্যর্থ হয়েছে।

তার এ বক্তব্যের পর মঙ্গলবার রাতে তুরস্কের কুর্দি সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ এ বিক্ষোভ দমনে জলকমান ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পুলিশের ওপর চড়াও হলে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়। শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।