ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত অঞ্চলে সিরিজ গাড়ি বোমা বিষ্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে এক খবরে দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার রাতে প্রথম আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে বাগদাদের উত্তরে খাজিমিয়া জেলার এক পুলিশ চেকপয়েন্টে এই হামলা চালায়। এতে ৩ পুলিশ অফিসারসহ অন্তত ১৩ জন নিহত ও ২৮ জন আহত হয়।
দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে উত্তর-পশ্চিম বাগদাদের শুলা শহরের ব্যস্ততম রাস্তায়। এই হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৮ জন আহত হয়। এ হামলায় বিভিন্ন দোকান ও গাড়ি গুড়িয়ে যায়।
পুলিশ আরও জানায়, একই শহরের অন্য এক পুলিশ চেক পয়েন্টের কাছে আত্মাঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত ও ডজনখানেক আহত হয়েছে।
তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় শিকার করেনি।