বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত


Bangladesh Navy

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ

বঙ্গোপসাগরে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠা যাচাই করা হয়।

পাঁচি দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ অংশ নেয়।

navy 4

বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ায় নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র অঞ্চল পর্যবেক্ষণ, লজিষ্টিক অপারেশন, উপকূলীয় অঞ্চলে অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা অন্তর্ভূক্ত ছিল। মহড়ার শেষ দিন ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‍্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ্ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌকমান্ডোদের মহড়া হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ এন্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল।

navy 1

মহড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানসহ নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।